কাশ্মীরের আয়েশা আজিজ ভারতের কনিষ্ঠতম নারী বিমানচালক হিসেবে নজির স্থাপন করেছেন। মাত্র ২৫ বছর বয়সী আয়েশা কাশ্মীরের অন্য মেয়েদের কাছে উজ্জ্বল অনুপ্রেরণার উৎস।আয়েশা ২০১১ সালে মাত্র ১৫ বছর বয়সে কনিষ্ঠতম শিক্ষানবিশ বিমানচালক হিসেবে লাইসেন্স অর্জন করার পরে ২০১২ সালে রাশিয়ার সোকোল বিমানঘাঁটি থেকে মিগ-২৯ জেট উড়িয়ে রেকর্ড গড়েন। -টিভিনাইন, এএনআই
পরে তিনি বিমানচালক হিসেবে স্নাতক করেন ও ২০১৭ সালে বাণিজ্যিক লাইসেন্স পান। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে আয়েশা জানিয়েছেন, গত কয়েক বছরে প্রভূত উন্নতি করেছেন কাশ্মীরের মেয়েরা। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তাদের প্রবল অগ্রগতি সম্পর্কে উচ্ছ্বসিত নবীন পাইলট। পেশাগত জীবন নিয়ে তিনি এতই তৃপ্ত যে বিমানচালকের দায়িত্বে থাকায় সময়ের রদবদল বা টান টান উত্তেজনাপূর্ণ আবহ, কোনও বিষয় নিয়েই বিরক্তি নেই আয়েশার মনে। বরং অন্য মেয়েদের জন্য তার কর্মতৎপরতা দৃষ্টান্ত হয়ে থাকছে