spot_img

নিশো-মেহজাবীনের ‘গোলমরিচ’

অবশ্যই পরুন

আওয়াজ নামের এক যুবক রেল স্টেশনে নেমে কোনও রকমে ফোন ডায়াল করে কাঁধের চাপে কানে ধরে কথা বলার চেষ্টা করছিলো। সঙ্গে দুই হাতে মানিব্যাগে খুলে পকেটের অবস্থা বোঝার চেষ্টা করছিলো। ঠিক সেই সময়ে ঝড়ের মতো এসে ধাক্কা খায় নিতু নামের এক সুন্দরী যুবতী।

আওয়াজের কান থেকে ছিটকে পড়ে মোবাইল ফোনটি টুকরো টুকরো হয়ে যায় চোখের সামনে। নিতু সরি বলে পার পাওয়ার চেষ্টা করলেও খপ করে ধরে ফেলে আওয়াজ! ক্ষতিপূরণ ছাড়া কোনোভাবেই সে নিতুকে ছাড়বে না। ওদিকে নিতুর চট্টগ্রামগামী ট্রেনটা ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে। এদিকে আওয়াজও নাছোড়বান্দা!

এখান থেকেই মূলত শুরু হয় ‘গোলমরিচ’ নাটকের গল্প। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী।

নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। রচনা করেছেন রাজীব আহমেদ। এই জুটি এর আগে তুমুল ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় ভালোবাসা দিবসকে ঘিরে তাদের উপহার ‘গোলমরিচ’। নির্মিত হয়েছে সিএমভি’র ব্যানারে।

নাটকটি সম্পর্কে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘‘সফলতা আগেও পেয়েছি অনেক নাটকে। তবে ‘চাপাবাজ’ সবকিছু ছাপিয়ে গেল। সেই রেশ ধরেই নতুন বছরের বিশেষ কাজ হিসেবে নির্মাণ করেছি ‘গোলমরিচ’। আমাদের ধারণা, এই নাটকটিও দারুণ হিট হবে। কারণ এর গল্প, অভিনয় আর নির্মাণশৈলী- সবকিছুতেই আমরা চেষ্টা করেছি নতুন কিছু করার।’’

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, ‘গোলমরিচ’ শিগগিরই উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

সর্বশেষ সংবাদ

কঠিন রোগে আক্রান্ত অভিনেত্রী ফাতিমা সানা শেখ

আবার শিরোনামে জায়গা করে নিলেন বলিউডের ‘দঙ্গল কন্যা’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। তবে এবার কোনো সিনেমা কিংবা সম্পর্কজনিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ