spot_img

সালমান একজন নারীবিদ্বেষী: প্রযোজকের মন্তব্য

অবশ্যই পরুন

সালমান খানকে ‘নারীবিদ্বেষী’ আচরণ না করার আহ্বান জানিয়ে হইচই ফেলে দিলেন এক প্রযোজক। রিয়্যালিটি শো ‘বিগ বস’ সূত্রে এই আবদার।

বলা হচ্ছে, সঞ্চালক হিসেবে ভাইজানের ‘ভুলভ্রান্তি’ নজরে পড়ছে দর্শকদের। তার মন্তব্য ও চালচলন এখন কাঠগড়ায়। সে কারণেই সম্প্রতি তার দিকে আঙুল তুললেন বলিউডের নামকরা প্রযোজক প্রীতিশ নন্দী।

সঞ্চালক হিসেবে সালমান খানের বিভিন্ন মন্তব্যকে বিচার করে প্রযোজকের মনে হয়েছে, ‘সালমান আদতে একজন নারীবিদ্বেষী’।

ঘটনার কথা উল্লেখ করে, কারণ দেখিয়েছেন প্রীতিশ। টুইট করে জানিয়েছেন, “সালমানকে নিয়ে আমার আমার অসুবিধা হচ্ছে। আমার প্রিয় দুই প্রতিযোগী রুবিনা দিলায়ক ও নিকিতা টম্বোলির প্রতি অন্যায় আচরণ করছেন উনি। এর মাধ্যমে অনেক দর্শকের মনে প্রভাব পড়তে পারে। দেশে সালমানের ভক্ত তো কম নেই।”

শেষে সালমানকে উদ্দেশ করে প্রীতিশ লেখেন, “নারীবিদ্বেষী হবেন না।”

সম্প্রতি ‘বিগ বস’-এ রাখি সাওয়ান্তের কীর্তিকলাপে ঝড় বয়ে যায় নেটদুনিয়ায়। অভিনব শুক্লার পায়জামার দড়ি টানার কারণে রুবিনা-অভিনব-সহ নেটাগরিকদের এক অংশ ক্ষোভ প্রকাশ করেন। তখন রুবিনার প্রতি সালমানের পরামর্শ ছিল, “অকারণে ঘটনাটিকে বেশি বাড়িয়ে তুলবেন না।”

পাশাপাশি নিকিতাকে ‘অসভ্য’ বলে অপমান করেছিলেন বলিউড সুপারস্টার। এই দুই ঘটনার জেরে সালমানের ব্যবহারের দিকে আঙুল তুললেন প্রীতিশ নন্দী। তবে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সুর, কাঁটে, আঁখে, মুম্বাই ম্যাটিনি, পেয়ার কি সাইড ইফেক্টস, সাদি কি সাইড ইফেক্টস, চামেলি. শব্দ ও মাস্তিজাদেসহ অনেক সিনেমার প্রযোজক প্রীতিশ।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ