spot_img

সৌদির সঙ্গে পরমাণু আলোচনায় বসবে না ইরান

অবশ্যই পরুন

মুসলমানদের তীর্থস্থান খ্যাত সৌদি আরবকে যুক্ত করে পরমাণু চুক্তি নিয়ে নতুন করে আলোচনায় বসতে ফ্রান্সের প্রস্তাবকে এরই মধ্যে নাকচ করে দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। সম্পাদিত চুক্তি নিয়ে কোনো ধরনের আলোচনা বা এতে কোনো ধরনের পরিবর্তনের বিষয়টি প্রত্যাখ্যান করেছে তেহরান।

শনিবার (৩০ জানুয়ারি) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, পরমাণু সমঝোতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ রেজ্যুলেশন দ্বারা স্বীকৃত একটি বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি যা আলোচনা যোগ্য নয়। এই চুক্তির পক্ষগুলো পরিষ্কার এবং এটি অপরিবর্তনীয়।

ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে প্রেসিডেন্ট থাকা অবস্থায় পরমাণু চুক্তি থেকে সরে যায় যুক্তরাষ্ট্র। তখন তেহরানের ওপর পুনরায় অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয়। এরপর ইউরেনিয়াম সমৃদ্ধকরণে চুক্তির বেঁধে দেওয়া সীমা ভঙ্গ করতে শুরু করে ইরান।

এখন ইরান যদি চুক্তির শর্তাবলি পুরোপুরি মেনে চলে, তাহলেই কেবল পরমাণু চুক্তিতে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। যদিও ইসলামি প্রজাতন্ত্রের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া পরমাণু কার্যক্রম বাড়ানোর পথ থেকে সরে আসার যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ