spot_img

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫২৮, মৃত্যু ১৭, সুস্থ ৫০৯

অবশ্যই পরুন

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৮ হাজার ৭২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫২৮ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৮ হাজার ৭২ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৫০৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৭৭ হাজার ৯৩৫ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ১০ কোটি ৮ লাখ ৫৯ হাজার ৩৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২১ লাখ ৬৭ হাজার ৬২৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ৭ কোটি ২৮ লাখ ৯৬ হাজার ২৭ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৭২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন।

সর্বশেষ সংবাদ

হারের বৃত্তে বিধ্বস্ত ম্যানসিটি, গড়ছে লজ্জার ইতিহাস

দুঃসময়ের বেড়াজালে যেন আটকা পড়েছে ম্যানচেস্টার সিটি। টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যেন নিজেদের হারিয়ে খুঁজছে৷ গত দেড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ