spot_img

কাস্টমস দিবসে হিলি স্থলবন্দরে ফুল ও মিষ্টি বিনিময়

অবশ্যই পরুন

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত-বাংলাদেশের কাস্টমস কর্মচারী-কর্মকর্তাদের মাঝে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সীমান্তের চেকপোস্টে বাংলাহিলি কাস্টমস ও ভারত হিলি কাস্টমস উভয় দেশের কাস্টমস কর্মচারী-কর্মকর্তার মধ্যে সৌহার্দ্যময় পরিবেশে এই ফুল ও মিষ্টি বিনিময় হয়।

এসময় উপস্থিত ছিলেন- হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলমসহ কাস্টমস কর্মচারী-কর্মকর্তা এবং ভারত হিলি কাস্টমসের এসি এসকে প্রধান সহ তাদের কাস্টমস কর্মচারী-কর্মকর্তাগণ।

সাইদুল আলম বলেন, প্রতি বছরের ন্যায় সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এবছরও আন্তর্জাতিক কাস্টমস দিবস আমরা উদযাপন করছি। হিলি স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি, হিলি স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্যসহ আমদানি-রপ্তানি আরো বৃদ্ধি পাবে।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ