spot_img

পপুলার হাসপাতালে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ

অবশ্যই পরুন

রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় ষাটোর্ধ এক নারী মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ১২টার দিকে ওই রোগী মারা যান।

স্বজনদের অভিযোগ, টিউমার ফাটিয়ে দিয়ে মাহেলা বেগম নামে ওই নারীকে মেরে ফেলেছে হাসপাতালটি। রক্তশূন্যতাসহ বিভিন্ন সমস্যা নিয়ে চলতি মাসের ১২ তারিখে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় মাহেলা বেগমকে।

স্বজনদের দাবি, ফিজিওথেরাপি দেবার সময় চিকিৎসক রোগীর টিউমার ফাটিয়ে ফেলে। যা সিটি স্ক্যানে প্রমাণ মেলে। পেশায় চিকিৎসক রোগীর এক স্বজন আরও দাবি করেন, চিকিৎসকদের গাফিলতির কারণেই তাদের রোগী মারা গেছে। তবে এমন অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতের অমিল হওয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ