মাদারীপুর জেলায় রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত। এছাড়া গুরুতর আহত হয়েছেন ৩জন।
শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সীমানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশালের উজিরপুর থানার বাবুর খানা গ্রামের আনোয়ার হোসেন তালুকদারের স্ত্রী খাদিজা বেগম (৫৫) ও বরিশালের উজিরপুর থানার পূর্ব দামুড়া গ্রামের মো. জালাল মিয়ার ছেলে মেহেদী হাসান (১৭)।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আসা একটি রোগীবাহী এ্যাম্বুলেন্স শুক্রবার দুপুর ১টায় শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের সীমানা নামক স্থানে এসে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে এবং দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনাস্থলেই ২জন নিহত হন।
স্থানীয়দের সহযোগিতায় শিবচর হাইওয়ে পুলিশ ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাচ্চর রয়েল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
শিবচর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া এ্যাম্বুলেন্সটি হাইওয়ে থানা পুলিশের জিম্মায় রয়েছে।