spot_img

‘নির্বাচনের পর মমতার আশ্রয় হবে বাংলাদেশে’

অবশ্যই পরুন

তৃণমূল নেত্রীর উপর অভিযোগ এনে শুক্লা বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতীয়তায় বিশ্বাস করেন না, তাইতো তিনি হিন্দু দেবদেবীদের অপমান করেছেন”

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে “ইসলামি সন্ত্রাসবাদী” হিসেবে অভিহিত করেছেন উত্তর প্রদেশ রাজ্যের প্রাদেশিক মন্ত্রী আনন্দ স্বরূপ শুক্লা।

রবিবার (১৭ জানুয়ারি) পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বিষয়ক একটি সভায় তিনি এ কথা বলেন।

একই সভায় তিনি ভবিষ্যৎবাণী করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা নির্বাচনের পরে শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় নিতে হবে।

তৃণমূল নেত্রীর ওপর অভিযোগ এনে শুক্লা বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতীয়তায় বিশ্বাস করেন না। তাইতো তিনি হিন্দু দেবদেবীদের অপমান করেছেন।”  তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী একজন ইসলামি সন্ত্রাসী বলেই মন্দিরগুলি ভেঙে দেবদেবীদের অবমাননার কাজ করেছেন। তিনি বাংলাদেশের নির্দেশে চলছেন।”

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা উল্লেখ করে শুক্লা যোগ করেন, “বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যাযয়ের করুণ পরাজয় হবে। তারপরে তাকে বাংলাদেশেই আশ্রয় নিতে হবে।” যে সব মুসলমান “ভারত মাতা কি জয়” এবং “বন্দে মাতরম” বলবে তারাই একমাত্র দেশে সম্মানিত হবে জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

সর্বশেষ সংবাদ

জিএসপি সুবিধা ফিরে পেতে চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত প্রবেশের সুবিধা (জিএসপি) ফিরে পেতে শ্রম অধিকার সংক্রান্ত দেশটির চাহিদা পূরণ করতে হবে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ