spot_img

সিরাজগঞ্জে বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

অবশ্যই পরুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ নভেম্বর) ভোরে পাবনা-বগুড়া মহাসড়কের বোয়ালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শরিফুল ইসলামের ছেলে নাঈম সরকার।

স্থানীয়রা জানান, রোববার সকালে আড়ত থেকে মাছ কিনে দুই বন্ধু মোটরসাইকেলযোগে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বোয়ালিয়া বাজার এলাকায় পৌঁছলে অপরদিক দিকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘দাগি’ হয়ে ফিরছেন আফরান নিশো

দীর্ঘ দেড় বছরের বিরতির পর অবশেষে নতুন সিনেমার ঘোষণা দিলেন অভিনেতা আফরান নিশো। আজ (৮ ডিসেম্বর) আফরান নিশোর জন্মদিনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ