spot_img

বিশ্বজুড়ে একদিনে আরও ১৪ হাজারের বেশি প্রাণহানি, শনাক্ত ৭ লাখের বেশি

অবশ্যই পরুন

করোনায় একদিনে আরও ১৪ হাজারের বেশি প্রাণহানি দেখলো বিশ্ব। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৭ লাখের বেশি মানুষের শরীরে। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ২০ লাখ ১৫ হাজারের বেশি, শনাক্ত ৯ কোটি সাড়ে ৪২ লাখের বেশি মানুষ।

শুক্রবার সর্বোচ্চ সংক্রমণ এবং প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিন করোনায় মারা গেছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। এ নিয়ে দেশটিতে ৪ লাখ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। নতুন শনাক্তকৃত রোগী ২ লাখের বেশি।

দ্বিতীয় সর্বোচ্চ যুক্তরাজ্যে মারা গেছে প্রায় ১৩শ’ মানুষ। দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো ৮৭ হাজার। ২৪ ঘণ্টার ব্যবধানে ব্রাজিল, জার্মানি এবং মেক্সিকোতেও মারা গেছেন ১ হাজার করে মানুষ। এছাড়া দিনে একশ বা তার বেশি সংখ্যক মানুষ মারা গেছে আরও প্রায় ২০টির মতো দেশে।

সর্বশেষ সংবাদ

হারের বৃত্তে বিধ্বস্ত ম্যানসিটি, গড়ছে লজ্জার ইতিহাস

দুঃসময়ের বেড়াজালে যেন আটকা পড়েছে ম্যানচেস্টার সিটি। টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যেন নিজেদের হারিয়ে খুঁজছে৷ গত দেড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ