spot_img

ফাইনালে অনিশ্চিত মেসি

অবশ্যই পরুন

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ছিলেন না লিওনেল মেসি। দলের সেরা তারকাকে ছাড়া ম্যাচটা জিততে ঘাম ছুটেছে বার্সেলোনার। টাইব্রেকারে গড়ানো ম্যাচে শেষ পর্যন্ত বিজয়ীর হাসি হেসেছে রোনাল্ড কোম্যানের দলই। তবে ফাইনালও হয়তো মেসিকে ছাড়াই খেলতে হতে পারে দলটিকে।

সোসিয়েদারের বিপক্ষে ম্যাচের পর বার্সা কোচ কোম্যান অন্তত সেই ইঙ্গিতই দিয়েছেন।

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে আথলেতিক বিলবাও খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। জয়ী দলটিকেই প্রতিপক্ষ হিসেবে পাবে বার্সা। কিন্তু সেই ম্যাচে খেলতে পারবেন তো?

কোম্যানের জবাব, ‘মেসিকে ফাইনালে পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী, তবে নিশ্চিত নই। আমাদের অপেক্ষা করতে হবে।’

বুধবার রাতে সোসিয়েদাতের বিপক্ষে ফ্রেংকি ডি ইয়ংয়ের গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন মিকেল ওইয়ারসাবাল। অতিরিক্ত সময়ও ১-১ সমতায় শেষের পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে শিরোপা লড়াইয়ে পা রাখে বার্সা।

ক্লাবের পক্ষ থেকে আর্জেন্টাইন তারকার চোটের বিষয়ে কিছু জানানো হয়েনি। তবে, গত শনিবার লা লিগায় গ্রানাদার বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচের পর মেসিসহ কয়েক জন খেলোয়াড়ের অল্প কিছু সমস্যা ছিল বলে মঙ্গলবার জানিয়েছিলেন কোম্যান। সেদিনের অনুশীলনে অবশ্য ছিলেন মেসি। কিন্তু ম্যাচের দিন সকালের অনুশীলনে তাকে দেখা যায়নি। পরে পুরো ম্যাচে গ্যালারিতে বসে খেলা দেখেন মেসি। স্পেনের কিছু সংবাদমাধ্যমে খবর, হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি রয়েছে মেসির।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ