spot_img

ভালোবাসা দিবসে অপূর্ব-সাবিলার ‘কাভার পেজ’

অবশ্যই পরুন

টিভি পর্দার রোম্যান্স কিং হিসেবে পরিচিত জিয়াউল ফারুক অপূর্ব। দীর্ঘ দিন ধরে তিনি সাফল্যের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। জুটি বেঁধেছেন সমসাময়িক প্রায় সব অভিনেত্রীর সঙ্গে। অন্যদিকে সাবিলা নূর এ প্রজন্মের অভিনেত্রী। অভিনয় গুণে প্রশংসিত হয়েছেন। জনপ্রিয়তাও লাভ করেছেন বেশ।

সম্প্রতি তারা জুটি বেঁধে কাজ করেছেন নতুন একটি নাটকে। নাম ‘কাভার পেজ’। আসন্ন ভালোবাসা দিবসের চমক হিসেবে নাটকটি নির্মিত হয়েছে।

‘কাভার পেজ’-এর চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। নাটকটি পরিচালনা করেছেন এ সময়ের প্রশংসিত নাট্যনির্মাতা সঞ্জয় সমদ্দার। এটি প্রযোজনা করছে সিএমভি।

নির্মাতা জানান, সব মানুষকে বাইরে থেকে বোঝা যায় না। যেমন প্রচ্ছদ দেখে বোঝা যায় না বইটা কেমন। সেজন্য বইটা পুরোটা পড়তে হয়। তেমনভাবে কোনও মানুষকে বাইরে থেকে ভাসা ভাসা দেখে বিচার করা উচিৎ নয়। ঠিক এই বিষয়টিকে ফোকাস করে নির্মিত হয়েছে ভালোবাসা ঘরানার নাটকটি।

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, রাশেদা আক্তার, সিয়াম নাসির প্রমুখ।

সঞ্জয় সমদ্দার বলেন, ‘আমি একটা ভালো কাজকে উৎসাহিত করতে ভালোবাসার এই গল্পটির ওপর ভর করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

জানা গেছে ‘কাভার পেজ’-এ অপূর্ব-এর চরিত্রের নাম উদয়। মহল্লার বখে যাওয়া যুবকের চরিত্রে দেখা যাবে তাকে। যদিও মানুষটা অন্যরকম। আর সাবিলাকে দেখা যাবে সরকারি এক কর্মকর্তার মেয়ে নীপার চরিত্রে। উচ্ছল ও সাহসী মেয়েটার সাথে উদয়ের ভুল বোঝাবুঝি চলতে থাকে নানা কারণে।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘কাভার পেজ’ উন্মুক্ত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ চমক হিসেবে, ফেব্রুয়ারিতে।

সর্বশেষ সংবাদ

সব ধর্মের মানুষ মিলে একটি সুন্দর দেশ গড়তে চাই: সেনাপ্রধান

সব ধর্মের মানুষ মিলে একটি সুন্দর দেশ গড়ার আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মেরুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ