spot_img

সিনোভ্যাকের টিকা করোনা প্রতিরোধে মাত্র ৫০.৪ শতাংশ কার্যকর

অবশ্যই পরুন

চীনের সিনোভ্যাক বায়োটেকের ভ্যাকসিন করোনা প্রতিরোধে মাত্র ৫০ দশমিক ৪ শতাংশ কার্যকর বলে দাবি করেছেন ব্রাজিলের বিজ্ঞানীরা। চূড়ান্ত ট্রায়ালের তথ্য-উপাত্ত অনুযায়ী এ সিদ্ধান্তে এসেছেন গবেষকরা।

কার্যকারিতার হার কম হওয়ায় এই টিকার অনুমোদন নিয়ে তৈরি হলো অনিশ্চয়তা। গত সপ্তাহেই ভ্যাকসিনটি ৭৮ শতাংশ কার্যকর বলে জানিয়েছিলেন গবেষকরা। নতুন ট্রায়াল প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে মৃদু উপসর্গের রোগীদের তথ্য।

সপ্তাহের ব্যবধানে দুই ধরণের তথ্যের কারণে চীনা ভ্যাকসিনের প্রতি মানুষ আস্থা হারাতে পারে বলে মনে করছেন গবেষকরা। ব্রাজিলের জন্য এটা দুঃসংবাদই বটে। কারণ, দেশটিতে অর্ডারকৃত দু’টি ভ্যাকসিনের একটি সিনোভ্যাকের।

গত মাসে অসমাপ্ত ট্রায়ালের তথ্যের উপর ভিত্তি করে সিনোভ্যাকের টিকাকে ৯১ শতাংশের বেশি কার্যকর বলেছিলেন তুরস্কের গবেষকরা। টিকাটি জরুরি প্রয়োগের অনুমতি দেয় ইন্দোনেশিয়া।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ