spot_img

আসামিদের জামিন দিবেন না : রায়হানের মা’র আকুতি

অবশ্যই পরুন

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যাকারীদের জামিনের বিরোধীতা করেছেন তার মা সালমা বেগম।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে সিলেটের আদালত প্রাঙ্গণে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি তার আকুতি জানান।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ২ আসামী আজ মঙ্গলবার আদালতে জামিন নিচ্ছে এমন খবর জেনে তিনি পরিবারের লোকজনকে নিয়ে আদালত প্রাঙ্গণে ছুটে আসেন।

এসময় তিনি বলেন, ছেলেকে হারিয়ে আমি আজ পথে বসেছি। কিন্তু পুলিশ কনস্টেবল সজিব ও হারুন গোপনে আদালতে জামিন নেয়ার চেষ্টা করছে। বিষয়টি জানার পর আদালতে ছুটে এসেছি। আমার দাবি একটাই, ছেলে হত্যার ন্যায় বিচার চাই।

তিনি বলেন, আমি আদালতের কাছে বিনীত অনুরোধ জানাই রায়হানকে যারা হত্যা করেছে তাদেরকে যেন জামিন দেয়া না হয়। আমি দেশের কাছে ন্যায় বিচার চাই।

সোমবার রায়হান হত্যার তিনমাস পূর্ণ হয়েছে। গত বছরের ১১ অক্টোবর দিবাগত রাতে বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে আসার পর সকাল সাড়ে ৬ টার দিকে রায়হানকে ফাঁড়ি থেকে ওসমানী হাসপাতালে নেয়া হয় এবং ৭টা ৫০ মিনিটে তিনি মারা যান।

সর্বশেষ সংবাদ

চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ের পর তার চিফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ের পর...

এই বিভাগের অন্যান্য সংবাদ