কিরগিজস্তানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয় লাভ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী সাদির জাপারভ। দেশটির সেন্ট্রাল ইলেকশন কমিশনের প্রেসিডেন্ট নুরজান শায়েলদাবেকোভা এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
তিনি বলেন, দেশটিতে মোট দুই হাজার ৪৭৪টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ভোটের ৯৬ শতাংশ গণনার পর এই ফল ঘোষণা করা হয়েছে।
শায়েলদাবেকোভা বলেন, রোববারের এই নির্বাচনে গণনা করা ভোটের মধ্যে ৭৯ শতাংশই জাপারভ পেয়েছেন।
কিরগিজস্তানে ৩৫ লাখের বেশি নিবন্ধিত ভোটার রয়েছেন। এরমধ্যে ১৩ লাখ ভোটার রোববারের নির্বাচনে ভোট দিয়েছেন বলে জানান ইলেকশন কমিশনের প্রেসিডেন্ট।
রোববারের নির্বাচনে একই সাথে দেশটির সরকার ব্যবস্থার সাংবিধানিক পরিবর্তন প্রসঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়।
নুরজান শায়েলদাবেকোভা জানান, নির্বাচনে অংশ নেয়া ভোটারদের ৮১ শতাংশ প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থার পক্ষে মত দিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী সাদির জাপারভ, সাবেক পার্লামেন্ট স্পিকার আদাহান মাদুমারভ, স্টেট কমিটি ফর ন্যাশনাল সিকুরিটির সাবেক প্রধান আবদিল সেগিজবায়েভসহ মোট সতেরোজন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন।
মধ্য এশিয়ার দেশটিতে রোববারের এই নির্বাচন গত অক্টোবরের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত হয়। ওই সময় অনুষ্ঠিত পার্লামেন্টের নির্বাচনের ফল দেশটির আট রাজনৈতিক দল অনিয়মের অভিযোগে প্রত্যাখ্যান করার পর ওই বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভকারীরা নতুন নির্বাচনের দাবিতে রাস্তায় নামে। বিক্ষোভে পুলিশ বাধা দিলে সংঘর্ষে অন্তত একজন নিহত ও ৫৯০ জন আহত হয়।
বিক্ষোভের পরিপ্রেক্ষিতে নির্বাচন কর্তৃপক্ষ ওই নির্বাচনের ফলাফল বাতিল করে।
সূত্র : আনাদোলু