spot_img

অনুশীলনে তাসকিনের চোট, ওয়ানডে খেলা নিয়ে শঙ্কা

অবশ্যই পরুন

তাসকিন আহমেদ আর চোট যেন সমার্থক। জাতীয় দলের ডানহাতি এই পেসার চোটহীনভাবে টানা কয়েকটি সিরিজ খেলে গেছেন, এমন নজির কমই আছে। চোট কাটিয়ে করোনার মাঝে একক অনুশীলন দিয়ে মাঠে ফেরা তাসকিন আবারও চোট পেয়েছেন। 

সোমবার জাতীয় দলের অনুশীনের সময় বামহাতে চোট পেয়েছেন বাংলাদেশের এই গতি তারকা। তার হাতে সেলাই লাগতে পারে। যদিও এ ব্যাপারে এখনও নিশ্চিত কোনো বার্তা দিতে পারেননি বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তাসকিনের চোটের ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক বলেন, ‘তাসকিনের হাতে চোট লেগেছে। আজ অনুশীলন করতে গিয়ে বামহাতে চোট পায় সে। সন্ধ্যার দিকে সে হোটেলে ঢুকেছে। ওখানে তাকে ডাক্তার দেখেছে। এখনও আমরা আপডেট পাইনি। তাই তার চোট কতটা গুরুতর বা কতদিন লাগবে সেরে উঠতে, এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডের প্রাথমিক দলে আছেন তাসকিন। এই চোটের কারণে ওয়ানডে সিরিজে ডানহাতি এই পেসারের খেলা নিয়ে শঙ্কা তৈরি হলো। কারণ ওয়ানডে সিরিজ শুরু হতে বাকি আর ১০ দিন বাকি। এর মধ্যে তাসকিনের চোট না সারলে তাকে দর্শকসারিতে বসেই ওয়ানডে সিরিজের খেলা দেখতে হবে।   

সর্বশেষ সংবাদ

হারের বৃত্তে বিধ্বস্ত ম্যানসিটি, গড়ছে লজ্জার ইতিহাস

দুঃসময়ের বেড়াজালে যেন আটকা পড়েছে ম্যানচেস্টার সিটি। টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যেন নিজেদের হারিয়ে খুঁজছে৷ গত দেড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ