spot_img

১৩৯ জন শান্তিরক্ষী পেলেন ‘জাতিসংঘ মেডেল’

অবশ্যই পরুন

জাতিসংঘের শান্তিরক্ষা কর্মকাণ্ডে ১৩৯ জন বাংলাদেশি শান্তিরক্ষীকে ‘জাতিসংঘ মেডেল’ দেওয়া হয়েছে। এর মধ্যে ২৯ জন নারী সদস্যও রয়েছে।

সুদানের দারফুর প্রদেশের এল ফাশের লজিস্টিক বেজের বঙ্গবন্ধু ক্যাম্পে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের (উনামিড) পুলিশ কম্পোনেটের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এবং পুলিশ চিফ অব স্টাফ জেনারেল আমাদো মান্নাহ সোমবার (১০ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে প্যারেড পরিদর্শন করে শান্তিরক্ষীদের মেডেল পরিয়ে দেন। গত ১৯ মাসের অসামান্য অবদানের জন্য এই মেডেল দেওয়া হয়েছে।

জেনারেল আমাদো মান্নাহ বলেন, ‘সকল প্রতিকূলতা অতিক্রম করে ব্যানএফপিইউ-১১ এ অনন্য সাধারণ অবদানের জন্য অভিনন্দন জানাচ্ছি। আপনারা করোনা মহামারির মধ্যেও জাতিগত সংঘাতপূর্ণ নিয়ালা, কুটুম, এল ফাশের এলাকায় অনেক সাধারণ জনগণ বিশেষ করে নারী ও শিশুদের জীবন বাঁচিয়েছেন।’

এ সময় উপস্থিত ছিলেন— মেডেল প্যারেড অনুষ্ঠানে সুদানের দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ঊর্ধ্বতন সামরিক, অসামরিক কর্মকর্তারা এবং সুদান গস পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

হারের বৃত্তে বিধ্বস্ত ম্যানসিটি, গড়ছে লজ্জার ইতিহাস

দুঃসময়ের বেড়াজালে যেন আটকা পড়েছে ম্যানচেস্টার সিটি। টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা যেন নিজেদের হারিয়ে খুঁজছে৷ গত দেড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ