spot_img

‘দেশের স্বাধীনতাকে যারা ব্যর্থ করেছিলো তারাই আজ ব্যর্থ’

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতাকে যারা ব্যর্থ করেছিলো তারাই আজ ব্যর্থ। স্বাধীনতার শতবর্ষে নতুন প্রজন্ম কিভাবে বাঁচবে এই দেশে, সেই পরিকল্পনা নিয়েই কাজ করছে আওয়ামী লীগ সরকার।

রোববার (১০ জানুয়ারি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভার্চুয়ালি গণভবন থেকে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভায় যোগ দিয়ে এ কথা বলেন শেখ হাসিনা।

বাংলাদেশের ইতিহাসে একমাত্র বঙ্গবন্ধুই সংগঠনের জন্য মন্ত্রিত্ব ত্যাগ করেছেন। তিনি দেশকে ভালোবেসেছেন। দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ‘৫৭ সালে মন্ত্রিত্ব ত্যাগ করেন সংগঠনের জন্য। বাংলাদেশের ইতিহাসে এই একজনই আছেন যিনি মন্ত্রিত্ব ত্যাগ করেছেন সংগঠনের জন্য। বারবার তাকে গ্রেফতার করা হয়েছে। এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন। সেখানেই তাকে মামলা দেয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছেন। তার পরিকল্পনা বাস্তবায়ন হলে ক্ষুধামুক্ত হতো বাংলাদেশ। তিনি দেশকে ভালবেসেছেন। নিজেকে উৎসর্গ করেছেন। গণমুখি যে পরিকল্পনা তিনি নিয়েছেন তা যদি করে যেতে পারতেন তবে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে উঠতো। আজ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তা অনুধাবন করছি।

করোনাভাইরাসের জন্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তী করতে পারছেন না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের সেবা করে সে সুবর্ণজয়ন্তী পালন করবো। ৪৬ হাজার মানুষকে ঘর উপহার দিবো। আলোকিত করবো। সুচিকিৎসার ব্যবস্থা করবো।

সর্বশেষ সংবাদ

গুঞ্জন উড়িয়ে ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

গুঞ্জন ছিল ম্যানচেস্টার সিটি ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলিয়ান সমর্থকদের কষ্ট দিয়ে বৃহস্পতিবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ