গ্রামের এক সহজ সরল যুবক জামাল। গ্রামের প্রতিবেশি বড় ভাই দারোয়ান ইদ্রিসের কাছে একটি চাকরির আশায় ঢাকায় আসে। ইদ্রিস যে বাড়ির দারোয়ান ঐ বাড়ির একটি অনুষ্ঠানে বিব্রতকর এক পরিস্থিতিতে জামাল নাজেহাল হয়। উচ্চপদস্থ ফ্ল্যাট মালিকদের আচরণে খুবই কষ্ট পায় সে। হঠাৎ করেই ফ্ল্যাট মালিকদের একটি ভিডিও চলে আসে জামালের হাতে। সে ভিডিও নিয়ে টেনশনে পড়ে যায় ফ্ল্যাট মালিকরা।
এমনই গল্পে নির্মিত হয়েছে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ভাইরাল ভিডিও’। এটি রচনা করেছেন টিপু আলম মিলন। নাটকটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন।
‘ভাইরাল ভিডিও’ নাটকে অভিনয় করেছেন নাদিয়া, রাশেদ সীমান্ত, কচি খন্দকার, আমিরুল হক চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, রোমানা স্বর্ণা, আমিন আজাদ প্রমুখ। আগামী ৯ জানুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বৈশাখী টিভিতে প্রচারিত হবে নাটকটি।
নাটকটির রচয়িতা টিপু আলম মিলন বলেন, ভালো কিছু করাকে ভালো চোখে দেখে না সমাজের বেশির ভাগ মানুষ। অন্যের দোষ-ত্রুটি ধরা আর এক শ্রেণির মানুষকে অবহেলা করাই তাদের কাজ। মূলত শ্রেণি ভেদাভেদ আর অবহেলাকে ঘিরেই নাটকের কাহিনী। ‘ভাইরাল ভিডিও’ একটি দৃশ্যমান ঘটনা মাত্র। কিন্তু এর নেপথ্যে রয়েছে অনেক কাহিনী। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।