spot_img

‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা ছিনিমিনি খেলছেন তারা ভুল করছেন, দ্রুতই এর অবসান হবে’

অবশ্যই পরুন

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা ছিনিমিনি খেলছেন তারা ভুল করছেন, দ্রুতই এই ভুল বুঝাবুঝির অবসান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতেই ভাস্কর্য তৈরি হয়। বঙ্গবন্ধুর পাশাপাশি বাঘা যতিনের ভাস্কর্যের যারা হাত দিয়েছে তাদের শাস্তি হবে বলে জানান তিনি। চিহ্নিত ষড়যন্ত্রকারীরাই এমন ঘটনা ঘটাচ্ছে বলেও জানান তিনি।

সভায় মন্ত্রী বলেন, তৃণমূলের কর্মীরা ঢাকা মহানগরের দিকে সব সময়ই তাকিয়ে থাকে। তাই ঢাকা মহানগর আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ