সদ্য সমাপ্ত আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ডাক পেয়েছিলেন ভারত সফরের টি-টুয়েন্টি স্কোয়াডে। এরপর একাদশে সুযোগ পেয়েই ঝলক দেখান থাঙ্গারাসু নটরাজন। এবার টেস্ট দলেও ডাক পেয়েছেন এ বোলার। এবার অপেক্ষায় টেস্ট অভিষেকের।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলমান চার টেস্টের বর্ডার গাভাস্কার সিরিজের বাকি দুই ম্যাচের জন্য নটরাজনকে দলে অন্তর্ভুক্ত করেছে ভারত। ফাস্ট বোলার উমেশ যাদবের জায়গায় ডাক পেয়েছেন তিনি।
দ্বিতীয় টেস্ট ম্যাচের সময় চোট পেয়ে দেশে ফিরেছেন উমেশ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। এ ম্যাচে মাত্র ৩.৩ ওভার বল করে মাঠ ছেড়েছিলেন এই ফাস্ট বোলার। পরে আর মাঠে নামতে পারেননি উমেশ।
চলতি সফরে চোটের কারণে ছিটকে হওয়া দ্বিতীয় ভারতীয় পেসার উমেশ। এর আগে প্রথম ম্যাচে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ শামি। এছাড়া চোটের কারণে এই সফরে আসতেই পারেননি ইশান্ত শর্মা। ফলে শার্দুল ঠাকুর, নবদীপ সাইনী এবং নটরাজনের দলে ডাক পাওয়ার সম্ভাবনা দেখা দেয়। বাকি দুজনকে ছাপিয়ে নটরাজনকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই।
তৃতীয় টেস্টের দলে আরো বদল আনা হতে পারে। ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে রান না থাকায় তার পরিবর্তে দলে আসতে পারেন রোহিত শর্মা। এর বাইরে মিডল অর্ডারে হনুমা বিহারীর জায়গায় লোকেশ রাহুলের দলে ঢোকার সম্ভাবনা বাড়ছে।