spot_img

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগের কথা জানালেন গভর্নর

অবশ্যই পরুন

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে এবং সংকট মোকাবিলায় ‘রেজল্যুশন ফার্ম’ গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ব্যাংকিং খাত: বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক এক লোক বক্তৃতায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই তথ্য জানান।

গভর্নর বলেন, ব্যাংকিং খাতের সংকট কাটাতে একটি বিশেষ ফান্ড তৈরির পরিকল্পনা রয়েছে, যা ব্যাংকগুলোর অর্থায়নেই পরিচালিত হবে। তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, বিগত বছরগুলোতে অনিয়ম, দুর্বৃত্তায়ন ও পরিবারতন্ত্রের কারণে ব্যাংকিং খাত থেকে প্রায় ৩ লাখ কোটি টাকা বেরিয়ে গেছে, যার একটি বড় অংশ বিদেশে পাচার হয়ে থাকতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন প্রসঙ্গে ড. মনসুর বলেন, “বাংলাদেশ ব্যাংক বর্তমানে স্বাধীনভাবে কাজ করছে, তবে ভবিষ্যতে এই স্বাধীনতা বজায় থাকা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাজের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।” তিনি আরও হুঁশিয়ারি দেন যে, ব্যাংকগুলোতে যেন কোনোভাবেই ব্যক্তি-কেন্দ্রিক সিদ্ধান্তের প্রভাব না পড়ে।

উল্লেখ্য, আর্থিক স্থিতিশীলতা রক্ষায় গত বছরের ২২ জুলাই কেন্দ্রীয় ব্যাংকে ‘ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট’ নামে একটি নতুন বিভাগ চালু করা হয়েছিল। এবার সেই কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এই রেজল্যুশন ফার্ম গঠনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ

সিলেটকে হারিয়ে বিপিএলের ফাইনালে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। ১৬৬ রানের টার্গেটে...

এই বিভাগের অন্যান্য সংবাদ