spot_img

প্রতিবেশী মেক্সিকোতে আক্রমণের ঘোষণা ট্রাম্পের

অবশ্যই পরুন

ভেনেজুয়েলায় হানা দিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর এবার মেক্সিকোতে আক্রমণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মার্কিন মিডিয়া ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন।

সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পানিপথে আসা মাদকের ৯৭ শতাংশ যুক্তরাষ্ট্র বন্ধ করে দিতে সক্ষম হয়েছে। এখন মেক্সিকোর কার্টেলগুলোর বিরুদ্ধে স্থলভাগে আঘাত হানা শুরু করা হবে বলেও তিনি জানান।

প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, মেক্সিকো মূলত কার্টেলগুলোর দ্বারাই পরিচালিত হচ্ছে। তবে সম্ভাব্য এই হামলার পরিকল্পনা সম্পর্কে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের পর থেকেই মাদকের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। গত বছরের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একাধিক নৌযানে হামলা চালানো হয়েছে। এসব অভিযানে শতাধিক মানুষ নিহত হয়েছেন।

মার্কিন প্রশাসনের দাবি, এসব নৌযান মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল, যদিও এই দাবির পক্ষে তারা কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির প্রতিক্রিয়ায় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম বলেছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটবে না। তিনি স্পষ্টভাবে জানান, নিজ দেশ পরিচালনার পূর্ণ অধিকার মেক্সিকোর রয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক মাদক বাণিজ্যের সঙ্গে জড়িত অপরাধী সংগঠনগুলোর বিরুদ্ধে যৌথভাবে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো একমত হয়েছিল। তবে সর্বশেষ বক্তব্যে ট্রাম্প এককভাবে মেক্সিকোর ভূখণ্ডে হামলার ঘোষণা দিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

বিপিএল থেকে ছিটকে গেলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক

বিপিএলে চলতি আসরে ব্যাটে ধারাবাহিক ছিলেন অ্যাডাম রসিংটন। এপর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। মাঝপথে ইংলিশ ব্যাটারকে হারাল চট্টগ্রাম রয়্যালস।...

এই বিভাগের অন্যান্য সংবাদ