spot_img

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে সমগ্র যুদ্ধাবস্থায় রয়েছে ইরান: পেজেশকিয়ান

অবশ্যই পরুন

ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘সমগ্র যুদ্ধাবস্থায়’ রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

শনিবার এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। আনাদোলু বরাত এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে একটি সমগ্র যুদ্ধের মধ্যে রয়েছি।’

তিনি বলেন, ‘এই যুদ্ধ ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধের চেয়েও বেশি বিপজ্জনক, জটিল ও কঠিন।’

ইরানি প্রেসিডেন্ট অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কয়েকটি ইউরোপীয় দেশ ইরানকে ভেঙে দেওয়ার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, ‘ইরাক যুদ্ধের সময় পরিস্থিতি ছিল স্পষ্ট—তারা ক্ষেপণাস্ত্র ছুড়ত, আর আমরা জানতাম কোথায় আঘাত করতে হবে। কিন্তু আজ তারা চারদিক থেকে আমাদের ঘিরে ফেলেছে, আমাদের ওপর চাপ সৃষ্টি করছে, বাণিজ্যে বাধা দিচ্ছে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে জনগণের প্রত্যাশা উসকে দিচ্ছে।’

উল্লেখ্য, গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানে বাঙ্কার-বাস্টার বোমা ব্যবহার করে হামলা চালায়।

এই হামলাগুলো হয় ইসরায়েলের আকস্মিক আক্রমণের এক সপ্তাহেরও বেশি সময় পর, যেখানে ইসরায়েল ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে এবং কয়েকটি পারমাণবিক স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত করে।

সর্বশেষ সংবাদ

ইরানে হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে গেলে দেশটিতে পুনরায় বড় ধরণের হামলার হুমকি দিয়েছেন। ইসরায়েলি প্রেসিডেন্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ