spot_img

বার্সেলোনার বিপক্ষে খেলবেন মেসি!

অবশ্যই পরুন

এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ক্লাবটি পেরু, কলম্বিয়া ও ইকুয়েডরে প্রাক মৌসুমের প্রস্তুতি হিসেবে তিনটি প্রীতি ম্যাচ খেলবে। এই সফরের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রাক-মৌসুমে পেরু সফর করবে ইন্টার মায়ামি।

মায়ামির ২০২৬ প্রাক-মৌসুম শুরু হবে পেরুর লিমা থেকে। আগামী ২৪ জানুয়ারি লিমার আলেহান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামে স্বাগতিক আলিয়াঞ্জা লিমার মুখোমুখি হবে ‘হাভিয়ার মাচেরানোর দল। আলিয়াঞ্জা লিমা পেরুর ফুটবল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সফল ক্লাব, তাদের ঝুলিতে রয়েছে ২৫টি প্রথম বিভাগ লিগ শিরোপা।

এরপর মেসি-সুয়ারেজরা পাড়ি জমাবে কলম্বিয়ায়। ৩১ জানুয়ারি দুইবারের কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন আতলেতিকো নাসিওনালের বিপক্ষে খেলবে তারা। কলম্বিয়ান ক্লাবটির ১৮টি ঘরোয়া লিগ শিরোপা জিতেছে। নাসিওনালের স্কোয়াডে আছেন সাবেক এমএলএস তারকা দাইরন আসপ্রিলা এবং দীর্ঘদিনের কলম্বিয়া জাতীয় দলের গোলকিপার ডেভিড ওপিনা।

ইন্টার মায়ামির তাদের সফরের শেষ ম্যাচটি খেলবে ইকুয়েডরে। সেখানে বার্সেলোনার সাবেক দুই মহাতারকা মেসি ও সুয়ারেজ মুখোমুখি হবেন ‘বার্সেলোনা’ নামধারী আরেক ক্লাবের বিপক্ষে। ইকুয়েডরের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা দে গুয়ায়াকিলের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে গুয়ায়াকিলের এসতাদিও মনুমেন্টাল বানকো পিচিনচায়।

এই সফরের স্কোয়াড এখনও ঘোষণা করেনি ইন্টার মায়ামি। তবে প্রতিটি ম্যাচেই বড় দর্শকসমাগমের প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া এমএলএস চ্যাম্পিয়নরা আরও কিছু প্রাক-মৌসুম ম্যাচ খেলতে পারে।

২০২৬ প্রাক-মৌসুম পর্ব শেষ করে ইন্টার মায়ামি তাদের প্রতিযোগিতামূলক এমএলএস মৌসুম শুরু করবে ২১ ফেব্রুয়ারি। সেদিন লস অ্যাঞ্জেলেস কলিসিয়ামে সন হিউং-মিনের এলএএফসির বিপক্ষে মাঠে নামবে মেসিরা।

এদিকে আগামী বছরের ৪ এপ্রিল মায়ামির জন্য বিশেষ একটি দিন হতে যাচ্ছে। ১৮ মার্চ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিল এসসি অথবা আতলেতিকো অটোয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলবে মায়ামি। ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে এটি হতে পারে ক্লাবটির শেষ ম্যাচ। এরপর ৪ এপ্রিল অস্টিন এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে তাদের নতুন ঘর—মায়ামি ফ্রিডম পার্ক।

সর্বশেষ সংবাদ

নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড, উড়বে ড্রোন: স্বরাষ্ট্র উপদেষ্টা

সারাদেশে নির্বাচনী নিরাপত্তায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ৪২৮টি ড্রোন এবং ডগ স্কোয়াড ব্যবহার করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ