spot_img

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকারের সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা ও ঢাকা-১০ আসনের সম্ভাব্য প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিসিয়াল ফেসবুক পেজ রিমুভ করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।

ফেমবুক পোস্টে আসিফ বলেন, শরিফ ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সকল পোস্ট ও ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেজটি (৩০ লক্ষাধিক ফলোয়ার) রিমুভ করে দেয়া হয়েছে।

May be an image of text that says "Asif Mahmud Shojib Bhuyain 3M followers 50 following Professional dashboard + Create Edit We removed your Page We received multiple reports that"

বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক করা হয়েছে।

উল্লেখ্য, আসিফ মাহমুদের ফেসবুক পেজটি সার্চ দিয়ে কোনো খুঁজে পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

শেষ বলের থ্রিলারে নোয়াখালীকে হারাল সিলেট

ইনিংসের শেষ ৩ ওভারে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ২৪ রান। ১৮তম ওভার করতে এসে ৫ রান দিয়ে হ্যাটট্রিকসহ...

এই বিভাগের অন্যান্য সংবাদ