spot_img

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেই দল পাবে ৬০০ কোটি টাকা

অবশ্যই পরুন

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে, আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর প্রাইজমানি আগের আসরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বাড়ানো হয়েছে।

ফিফার ঘোষণায় বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকা। এছাড়া ৪৮টি অংশগ্রহণকারী দলের মধ্যে মোট ৭২ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ৮ হাজার ৮৬১ কোটি টাকা) প্রাইজমানি হিসেবে বিতরণ করা হবে।

এই অর্থের মধ্যে পারফরম্যান্সভিত্তিক প্রাইজমানি হিসেবে দেওয়া হবে ৬৫ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ৭ হাজার ৯৮৪ কোটি টাকা)। বাকি প্রায় ৭ কোটি ২০ লাখ ডলার বরাদ্দ রাখা হয়েছে। অংশগ্রহণকারী প্রতিটি দলকে ১৫ লাখ ডলার করে দেওয়ার জন্য, যা দলগুলোর প্রস্তুতিমূলক কার্যক্রম যেমন ভ্রমণ, প্রশিক্ষণ ক্যাম্প ও অন্যান্য লজিস্টিক ব্যবস্থায় ব্যয় করা হবে।

প্রাইজমানির বণ্টন অনুযায়ী, গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে ৯০ লাখ ডলার করে। রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২ কোটি ৯০ লাখ ডলার এবং চতুর্থ স্থান পাওয়া দল পাবে ২ কোটি ৭০ লাখ ডলার।

এর আগে কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে শিরোপা জিতে আর্জেন্টিনা প্রাইজমানি হিসেবে পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ৮০ লাখ ডলার। ফিফা ১৯৮২ সাল থেকে বিশ্বকাপের প্রাইজমানি প্রকাশ করে আসছে। সে বছর স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইতালি পেয়েছিল মাত্র ২২ লাখ ডলার।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ২০২৬ বিশ্বকাপের এই প্রাইজমানি বিশ্ব ফুটবল সম্প্রদায়ের জন্য আর্থিকভাবে এক নতুন দিগন্তের উন্মোচন করবে।

উল্লেখ্য, টিকিটের অতিরিক্ত মূল্য নিয়ে সম্প্রতি সমালোচনার মুখে পড়ে ২০২৬ বিশ্বকাপের আয়োজন। সমর্থকদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ফিফা কিছু টিকিটের দাম কমিয়ে ৬০ ডলারে নির্ধারণ করেছে। এর মধ্যেই ফিফা কাউন্সিল থেকে রেকর্ড প্রাইজমানির ঘোষণা এলো।

৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে সহ-আয়োজক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার।

সর্বশেষ সংবাদ

গ্রিনল্যান্ড দখল করলে ন্যাটোর অবসান ঘটবে, হুঁশিয়ারি ডেনমার্কের

গ্রিনল্যান্ড দখল নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবস্থান ঘিরে কড়া সতর্কবার্তা দিয়েছে ডেনমার্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেছেন, ডেনমার্কের সম্মতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ