ম্যাচ এগোচ্ছিল ড্রয়ের পথে। নির্ধারিত সময়ের আর মাত্র কয়েক মিনিট বাকি। এমন সময় ভাগ্য সহায় দিলো লিভারপুলকে। পেনাল্টি উপহার পেয়ে আদায় করে নিলো গোল। তাতে ঘরের মাঠে হারের হতাশায় ডুবলো ইন্টার মিলান।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে লিভারপুলের কাছে ১-০ গোলে হেরেছে ইন্টার। অলরেডদের হয়ে সফল স্পট কিকটি নিয়েছিলেন ডমিনিক সোবোজলাই।
ক্লাবের বিপক্ষে অবহেলার অভিযোগ তোলায় দল থেকে বাদ পড়েন মোহাম্মদ সালাহ। মিশরীয় ফরোয়ার্ড না থাকলেও ভারসাম্যপূর্ণ দলে নিয়ে মাঠে নামে লিভারপুল। সান সিরোতে সমানতালে চলে দুদলের আক্রমণ। ১৮তম মিনিটে উল্লেখযোগ্য আক্রমণ করে অলরেডরা। তবে তাদের জোড়া প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক ইয়ান সোমার। প্রথমার্ধের যোগ করা সময়ে লাউতারো মার্টিনেজের ছয় গজ দূরত্ব থেকে নেয়া হেড রুখে দিয়ে লিভারপুলের জাল অক্ষত রাখেন এলিসন বেকার। দুই গোলরক্ষকের নৈপুণ্যে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
বিরতির পর আক্রমণে ধার বাড়ায় আর্না স্লটের শিষ্যরা। ৫৮তম মিনিটে তাদের দারুণ এক আক্রমণ নস্যাৎ হয়ে যায় ইন্টারের রক্ষণের বাধায়। ৮০তম মিনিটে তাদের আরেকবার রুখে দেন সোমার। গোলমুখে কনর ব্রাডলির নেয়া শট ফিরিয়ে দেন তিনি। তবে সোমার শেষ পর্যন্ত জাল অক্ষত রাখতে পারেননি। ঝামেলা পাকিয়ে ফেলেন ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি। বক্সে ফাউল করে উপহার দেন পেনাল্টি। ভিআর পরীক্ষায় নিশ্চিত করেন রেফারি। নির্ধারিত সময়ের তখন মাত্র দুই মিনিট বাকি। সফল স্পটকিকে দলকে এগিয়ে নেন সোবোজলাই। এরপর যোগ করা সাত মিনিটে আর কোনো দল জালের দেখা পায়নি। তাতে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
সবশেষ দুই লিগ ম্যাচে জয়হীন, শেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডাচ ক্লাব পিএসভির কাছে ঘরের মাঠে বিধ্বস্ত হয়েছিল ৪-১ ব্যবধানে। সব মিলিয়ে জয়টা বেশ প্রয়োজন ছিল দলটির।
৬ ম্যাচে এ নিয়ে চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের আটে অবস্থান করছে লিভারপুল। হারলেও ভালো অবস্থানে রয়েছে ইন্টার। ৬ ম্যাচে সমান ১২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পাঁচে।

