spot_img

বার্নাব্যুতে সেল্টা ভিগোর কাছে রিয়াল মাদ্রিদের লজ্জার হার

অবশ্যই পরুন

স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোর কাছে ২-০ গোলের হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

রোববার (৭ ডিসেম্বর) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু’তে ভিগোকে আতিথ্য দেয় রিয়াল।

২০০৬ সালের পর এই প্রথম রিয়ালের মাঠে জিতল সেল্টা। একইসাথে ২০১৪ সালের মে মাসের পর প্রথমবার লা লিগায় লস ব্লাঙ্কোসদের হারাতে পারল তারা, মাঝে জয়হীন ছিল ২২ ম্যাচে।

এদিন পুরো ম্যাচজুড়ে তেমন কিছুই দেখাতে পারেনি লস ব্ল্যাঙ্কোস’রা। টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ থাকলেও তা নষ্ট করেছে রিয়াল।

প্রথমার্ধ গোলশূন্যের পর দ্বিতীয়ার্ধে ম্যাচের দৃশ্যপট পাল্টে দেয় সেল্টা ভিগো। বদলি হিসেবে মাঠে নেমে দারুণ দক্ষতায় খেলার ৫৩ মিনিটে দলকে ১-০ গোলের লিড এনে দেন উইলিয়ট সুইডবার্গ।

ম্যাচের ৬৪তম মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল। আগের মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন ফ্রান গার্সিয়া। পরের মিনিটে আবার একই কাজ করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই ডিফেন্ডারকে।

ইনজুরি টাইমে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে লাল কার্ড দেখেন আলভারো কারেরাস। তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন রদ্রিগো ও ভালভার্দে।

যোগ করা সময়ের ৩ মিনিটে উইলিয়টের দ্বিতীয় গোলে নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের হার। ১৬ ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া মাদ্রিদের দলটি ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা।

উল্লেখ্য, লিগে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে রিয়াল মাদ্রিদ। আগামী বুধবার ঘরের মাঠেই চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির মোকাবিলা করবে তারা।

সর্বশেষ সংবাদ

আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, একটা দলের নীতি আদর্শ পরিকল্পনা নেই, আছে শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ