spot_img

অবিক্রীত ঘোষণার পর দ্বিতীয় ডাকে দল পেলেন মাহমুদউল্লাহ-মুশফিক

অবশ্যই পরুন

প্রথম ডাকে অবিক্রিত ছিলেন মুশফিক-মাহমুদউল্লাহ। ‘বি’ ক্যাটাগরিতে থাকা এই দুই ক্রিকেটারকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ফলে তাদের দ্বিতীয়বার নিলামে তোলা হয়।

বিপিএলের নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটারকে দ্বিতীয়বার নিলামে তোলা হলে তার ক্যাটাগরি অবনতি হয়ে একধাপ নিচে যাবে। তাতে কমবে ভিত্তিমূল্য।

মুশফিক-মাহমুদউল্লাহর মতো বর্ষীয়ান ক্রিকেটারদের প্রতি সম্মান দেখিয়ে আগের ভিত্তিমূল্যেই দলে নেওয়ার প্রস্তাব দেয় ফ্র্যাঞ্চাইজিরা।

মাহমুদউল্লাহকে ৩৫ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর। মুশফিককেও একই মূল্যে দলে নিয়েছে রাজশাহী।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে আজ রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে নিলাম। যেখানে জায়গা পেয়েছেন মোট ৪১৫ জন ক্রিকেটার। তাদের মধ্যে স্থানীয় খেলোয়াড় ১৫৮ জন, বিদেশি ২৫৭ জন। সবমিলিয়ে অন্তত ৮৪ জন ক্রিকেটার দল পাবেন।

সর্বশেষ সংবাদ

মানবতাবিরোধী অপরাধ: জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৮ ফেব্রুয়ারি

শতাধিক গুম-খুনের মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ