মুম্বাইয়ের এক রেভ পার্টিতে দাউদ ইব্রাহিমের ভাতিজার উপস্থিতিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। আর ঐ পার্টিতে নিজের নাম জড়ানোর ঘটনায় অবশেষে মুখ খুলেছেন বলিউড তারকা নোরা ফাতেহি। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশিত এক দীর্ঘ নোটে তিনি এসব খবরকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
নোরা জানান, তাকে সচেতনভাবে টার্গেট করা হচ্ছে। তিনি লিখেছেন, আমি কোনও পার্টিতে যাই না। সারাক্ষণ ভ্রমণে থাকি, পাগলের মতো কাজ করি। ব্যক্তিগত জীবনের সময়ই পাই না। যেদিন একটু সময় থাকে, সেদিন আমি বাড়িতে থাকি, দুবাইয়ের সমুদ্রসৈকতে যাই বা স্কুলের বন্ধুদের সঙ্গে সময় কাটাই। এমন মানুষের সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই।
ভক্তদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, সবকিছু বিশ্বাস করবেন না! দেখছি, আমার নামটাই যেন সবচেয়ে সহজ টার্গেট। আগেও মিথ্যা দিয়ে আমাকে দুর্বল করতে চেয়েছিলেন, পারেননি। এবার আর চুপ থাকব না। দয়া করে এমন ঘটনায় আমার নাম বা ছবি জড়াবেন না, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এ ধরনের কাজের বড় পরিণতি আছে।
প্রসঙ্গত, বেশকিছু ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় নোরা ও শ্রদ্ধা কাপুরসহ কয়েকজন তারকা নাকি আটক থাকা মাদক ব্যবসায়ী মোহাম্মদ সলিম মোহাম্মদ সুহেলের আয়োজিত রেভ পার্টিতে অংশ নিয়েছিলেন। একই প্রতিবেদনে দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারের উপস্থিতির কথাও উল্লেখ করা হয়।
গত মাসে সুহেলকে দুবাই থেকে ভারতে পাঠানো হয়। বর্তমানে তিনি মুম্বাই পুলিশের অ্যান্টি–নারকোটিক্স সেলের গাটকোপার ইউনিটের হেফাজতে আছেন।
সূত্র: ডিএনএ

