spot_img

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

অবশ্যই পরুন

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও আলোচিত সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের পর দেশের পতাকা হাতে গত অক্টোবরের শেষ দিকে তিনি উড়ে গিয়েছেন মূল প্রতিযোগিতার মঞ্চ থাইল্যান্ডে।

বর্তমানে সেখানে চলছে প্রস্তুতি পর্ব, গ্রুমিং সেশন ও ভোটিং কার্যক্রম। বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীদের সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নিচ্ছেন বাংলাদেশের এই গ্ল্যামার কুইন। ভোটিং পর্বে এখন পর্যন্ত ৭৩ হাজার ভোট পেয়ে মিথিলা বিশ্ব র‌্যাংকিংয়ে পঞ্চম স্থানে রয়েছেন।

নিজের অনুভূতি জানাতে মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে লিখেছেন, “আমি কাঁদছি, সত্যি বলতে জানি না কী বলব। আপনাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব, বুঝতে পারছি না।”

কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, “আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। বাংলাদেশে মুকুটটা আনার জন্য এবার আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য।”

আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭৪তম আসরের বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালে। সেখানে গত বছরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগের উত্তরসূরি নির্বাচিত হবেন।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে বিশ্বমঞ্চে অংশ নিয়েছিলেন। তবে মিথিলার এই অর্জন দেশের মিস ইউনিভার্স ইতিহাসে নতুন এক মাইলফলক যোগ করেছে।

সর্বশেষ সংবাদ

দেশের স্বার্থে একটা ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দেশের স্বার্থে একটা ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। স্বচ্ছ নির্বাচন নিশ্চিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ