spot_img

ইউপিএস কার্গো প্লেন দুর্ঘটনার পর এমডি-১১ উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত

অবশ্যই পরুন

কেন্টাকির লুইসভিলে ইউপিএসের ম্যাকডোনেল ডগলাস ‘এমডি-১১’ কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সব এমডি-১১ উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করেছে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

মঙ্গলবারের (৪ নভেম্বর) ভয়াবহ দুর্ঘটনার পর লুইসভিলের যে এলাকায় কার্গো প্লেনটি আছড়ে পড়ে সেখানে এখনও নিখোঁজ রয়েছেন নয়জন। আগুন ও ধোঁয়ায় পুরো এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে, ধ্বংস হয়েছে বহু ব্যবসা প্রতিষ্ঠান।

শনিবার (৮ নভেম্বর) এফএএ জানায়, প্রতিটি ‘এমডি-১১’ ও ‘এমডি-১১-এফ’ উড়োজাহাজে জরুরি পরিদর্শন না হওয়া পর্যন্ত এগুলো আকাশে ওড়ানো যাবে না।

ইতোমধ্যে ইউপিএস ও ফেডএক্স কোম্পানিগুলো তাদের ৫০টিরও বেশি ‘এমডি-১১’ উড়োজাহাজ সাময়িকভাবে উড্ডয়ন কার্যক্রম বন্ধ রেখেছে। বোয়িংয়ের পরামর্শের পরই এই সিদ্ধান্ত আসে। দুর্ঘটনায় বিধ্বস্ত ইউপিএস প্লেনটি ছিল ৩৪ বছরের পুরোনো—যদিও কার্গো উড়োজাহাজের ক্ষেত্রে এ বয়স অস্বাভাবিক নয়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, দুই ঘণ্টার ককপিট অডিও উদ্ধার করা হয়েছে। যেখানে দেখা যায়—দলটি নিয়মমাফিক চেকলিস্ট সম্পন্ন করেছিল এবং টেকঅফকে ‘স্বাভাবিক’ মনে হচ্ছিল।

এরপরও কীভাবে আগুন লেগে যায় বিমানটিতে, সেটি নিয়ে চলছে তদন্ত। তবে, এখনও তদন্ত চলমান থাকায় রিপোর্ট দিতে সময় লাগবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

সর্বশেষ সংবাদ

সাধারণ মানুষ গণভোট-সনদ বোঝে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটি দল বলছে- নির্বাচনের আগে গণভোট হতে হবে। আমরা বলেছি- গণভোট হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ