spot_img

ফুটবলের আঙিনায় ‘শান্তি পুরস্কার’: প্রথম গ্রহীতা ট্রাম্প?

অবশ্যই পরুন

বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং সমাজে বিশেষ অবদানের স্বীকৃতি দিতে নতুন একটি বার্ষিক ‘শান্তি পুরস্কার’ চালুর ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। আগামী বছর জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের আগে, এই পুরস্কারটি প্রথমবার দেওয়া হবে ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপের ‘ড্র’ অনুষ্ঠানের মঞ্চে।

তবে, ফিফার এই প্রথম শান্তি পুরস্কারের সম্ভাব্য গ্রহীতাকে নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো দাবি করছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতেই উঠতে পারে ফিফার বিশেষ এই সম্মাননা।

মিয়ামিতে বুধবার আমেরিকা বিজনেস ফোরামে বক্তব্য দেওয়ার সময় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এই উদ্যোগের কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, বিশ্ব বর্তমানে বিভক্ত। যারা সমাজের জন্য কাজ করছে, তাদের স্বীকৃতি দেওয়া খুবই দরকার। এমন চিন্তাভাবনায় আমাদের এই উদ্যোগ।

তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠায় ফুটবল কিছুটা সাহায্য করে, কিন্তু সত্যিকারের শান্তি প্রতিষ্ঠার জন্য দরকার যোগ্য নেতৃত্ব।

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্বীকার করে ইনফান্তিনো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে, যাকে আমি সত্যিই ঘনিষ্ঠ বন্ধু মনে করি। তিনি আরও জানান, ট্রাম্প বিশ্বকাপ সম্পর্কিত ফিফার প্রতিটি কাজে সাহায্য করেছেন।

ইনফান্তিনো অবশ্য স্পষ্ট করেছেন যে, কে প্রথম পুরস্কারপ্রাপ্ত হবেন তা ৫ ডিসেম্বরই জানা যাবে।

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ৪৮ দলের ফিফা বিশ্বকাপের ২৬তম আসর। এই বিশ্বকাপের টিকিট বিক্রির অংশ হিসেবে ১০০ মিলিয়ন ডলারের একটি দাতব্য কাজের প্রজেক্টে ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পকে নিয়োগ দিয়েছে ফিফা। ৫ ডিসেম্বর বিশ্বকাপ ড্র অনুষ্ঠান বিশ্বজুড়ে ১ মিলিয়ন মানুষ দেখবে বলে ফিফা প্রত্যাশা করছে, এবং সেখানেই ফিফা সভাপতি ‘পিস প্রাইজ’ তুলে দেবেন।

সর্বশেষ সংবাদ

শর্ত পূরণের প্রতিশ্রুতি পেলে বিএনপি-জামায়াতের সঙ্গে জোট হতে পারে: নাসীরুদ্দীন

বিচার ও সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি পেলে বিএনপি-জামায়াতসহ যে কোনো দলের সঙ্গে জোটে যেতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির...

এই বিভাগের অন্যান্য সংবাদ