spot_img

‘জুলাই স্মৃতি ফাউন্ডেশনের’ ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

অবশ্যই পরুন

জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক সহায়তা চাইতে গিয়ে ফাউন্ডেশনের কর্মীদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন–এমন অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুজ্জামানের আদালতে হাজির হয়ে মামলাটি করেছেন ‘জুলাই যোদ্ধা’ মো. জাহাঙ্গীর।

আদালত মামলাটি আমলে নিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন— জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাইদুর রহমান শাহিদ, সাগর, আফজালুর রহমান সায়েম, ফাতেমা আফরিন পায়েল, আলিফ, জাহিদ, মেহেদী হাসান প্রিন্স, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী ও সোনিয়া আক্তার লুবনা

মামলায় উল্লেখ করা হয়, চলতি বছরের ২৭ মে দুপুরে অনুদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তিনি জুলাই ফাউন্ডেশনের অফিসে যান। সেখানে আসামিদের সঙ্গে সাক্ষাতের পর তারা তাকে একটি অন্ধকার কক্ষে নিয়ে মারধর শুরু করেন।

জিআই পাইপ দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর আবারও তাকে নির্যাতন করা হয়। তাকে ‘ভুয়া জুলাই যোদ্ধা’ স্বীকার করার জন্য চাপ দেয়া হয়।

আসামিরা তার মোবাইল কেড়ে নিয়ে ফেসবুক পোস্ট ও ছবির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং বিএনপি নেতার সঙ্গে ছবি তোলার কারণ জানতে চান।

এরপর তার হাতে ইনজেকশন পুশ করে রাস্তায় অচেতন অবস্থায় ফেলে দেয়া হয়। পরে তিনি নারায়ণগঞ্জ খানপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

সর্বশেষ সংবাদ

তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিতের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ‘তৃতীয় বিশ্বের সকল দেশ’ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছে—এমন ঘোষণাই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ