দুই ম্যাচ নিষ্প্রভ আর্লিং হলান্ড ফের জ্বলে উঠেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে প্রথমার্ধেই দুটি গোল করে ম্যানচেস্টার সিটিকে জয়ে ফেরান এই নরওয়েজিয়ান তারকা। ইতিহাদ স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। আট নম্বরে থেকে পাঁচ ধাপ এগিয়ে দুইয়ে উঠেছে সিটি। ১০ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ১৯। ২৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্সেনাল।
শুরু থেকে দাপট ধরে রাখা স্বাগতিকদের প্রথম গোল আসে সপ্তদশ মিনিটে, যখন হলান্ড দলকে এগিয়ে নেন। আট মিনিট পর সমতা ফেরান বোর্নমাউথের টাইলার অ্যাডামস।তবে দ্বিতীয় গোল পেতে অপেক্ষা করতে হয়নি, ৩৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হল্যান্ড।বিরতির হ্যাটট্রিকের দারুণ সুযোগ আসলেও সেটি মিস করেন হল্যান্ড।৪৯ মিনিটে ডি বক্সের আগে ফাউলের শিকার হন ফিল ফোডেন। স্পটকিক নেন হল্যান্ড। ডোর্জে পেট্রোভিচ বলটি রুখে দেন।
১০ ম্যাচে ১৩ গোল নিয়ে এবারের লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে হল্যান্ড। এই মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ১৬ ম্যাচে তার গোলসংখ্যা পৌঁছেছে ২৬।
৬০তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন সিটির মিডফিল্ডার নিকো ও’রাইলি।বোর্নমাউথের দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে আলতো করে নিকো গঞ্জালেজের দিকে বল বাড়ান ফিল ফোডেন। এরপর ইংলিশ ডিফেন্ডার বক্সে ঢুকে বাঁ-পায়ের জোরালো শটের মাধ্যমে দলকে উচ্ছ্বাসে ভাসান।

