spot_img

যুদ্ধবিরতি ভেঙে গাজাকে ফের মৃত্যুপুরী বানাচ্ছে ইসরায়েল, ঝরল ২০ প্রাণ

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলার নির্দেশ দেওয়ার পর গাজার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে।

মূলত রাফাহতে এক বন্দুক হামলায় একজন ইসরায়েলি সৈন্য আহত হওয়ার পরই নেতানিয়াহু এই হামলার নির্দেশ দেন। আজ বুধবার (২৯ অক্টোবর) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

এ দিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, নিখোঁজ এক বন্দির মরদেহ হস্তান্তর আপাতত স্থগিত রাখা হবে।

হামাস আরও সতর্ক করেছে— ইসরায়েলের পক্ষ থেকে বড় ধরনের উস্কানি দেওয়া হলে গাজায় মৃতদেহ উদ্ধারের কার্যক্রম ব্যাহত হবে এবং বাকি ১৩ জন জিম্মির মরদেহ উদ্ধারে বিলম্ব ঘটবে।

অন্য দিকে ইসরায়েলি হামলা সত্ত্বেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স দাবি করেছেন, যুদ্ধবিরতি এখনো বহাল আছে। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের তিনি বলেন, ছোটখাটো সংঘর্ষ হতে পারে। আমরা জানি, গাজায় কেউ একজন (ইসরায়েলি) সৈন্যকে আঘাত করেছে। আমরা আশা করি ইসরায়েল জবাব দেবে, তবুও আমি মনে করি শান্তি স্থিতিশীল থাকবে।

এ দিকে হামাস জানিয়েছে, রাফাহতে সংঘটিত ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত অন্তত ৯৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, এবং জরুরি ত্রাণ কার্যক্রমও কঠোরভাবে সীমিত রাখা হচ্ছে।

বিবৃতির মাধ্যমে হামাস ইসরায়েলের সর্বশেষ এই হামলাকে যুদ্ধবিরতির “স্পষ্ট লঙ্ঘন” বলে আখ্যা দিয়েছে এবং আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে। সংগঠনটি বলেছে, তারা চুক্তি মেনে চলছে।

হামাস নেতা সুহাইল আল-হিন্দি আল জাজিরাকে জানিয়েছেন, মরদেহ উদ্ধারে তারা নানা অসুবিধার মুখে পড়ছেন এবং যেসব মরদেহ এখনো উদ্ধৃত হয়নি, তার বিলম্বের দায় ইসরায়েলের ওপরই বর্তায়।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রোহিত

প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে...

এই বিভাগের অন্যান্য সংবাদ