spot_img

আসতে শুরু করেছে শীতের সবজি, মাছ-মাংসে অস্বস্তি

অবশ্যই পরুন

সাগর এবং নদ-নদীতে মাছ ধরার প্রতি নিষেধাজ্ঞা থাকায়, আহরণ কমেছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। যোগান বেশ কম, এজন্য মাছ কিনতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের ক্রেতারা। এরইমধ্যে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাকসবজি। তবে এখনও দাম কমেনি। ব্যবসায়ীরা বলছেন, ২০-২৫ দিনের মধ্যে সবজির দাম কমে যাবে। এদিকে আগের চড়া দামেই বিক্রি হচ্ছে মাংস।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

মূলত, দাম কিছুটা কমলেও এখনও নাগালের মধ্যে নেই বেশিরভাগ সবজি। যোগান আরও বাড়লে স্বস্তি ফিরবে বলে জানিয়েছেন বিক্রেতারা।

গত সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দাম সামান্য কমেছে। তবে, বেগুন, শসা, শিম, টমেটো দাম হাঁকা হচ্ছে একশো থেকে একশো বিশ টাকা কেজি।

কেজিতে ৫০ টাকা কমে কাঁচামরিচ মিলছে ২শ’ টাকায়। এক কেজি তাল বেগুনের জন্য দিতে হবে দেড়শো টাকা। পেপে ছাড়া ৬০ থেকে ৭০ টাকা কেজির নীচে নেই কোন সবজি।

এদিকে, মাছের বাজারে অস্বস্তি যেন কমছেই না। আগামী রোববার পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় সাগর-নদীতে জাল ফেলতে পারছে না জেলেরা। ফলে বাজারে নদ-নদী ও সামুদ্রিক মাছের যোগান নেমেছে তলানিতে।

চাহিদা বেড়েছে বিল ও চাষের মাছের। আর এই সুযোগে চাষের মাছের বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজির নীচে মিলছে না রুই-কাতলা। আইড়-বোয়ালের দেখা মিললেও, গুণতে হবে ৬শ’ থেকে হাজার টাকা কেজি। হাজার-বারোশো টাকা কেজির নীচে মিলছে না ভাল মানের চিংড়ি।

বাজারে প্রতিকেজি বোয়াল ৮০০-১০০০ টাকা, কোরাল ৮৫০-৯০০ টাকা, আইড় ৭০০-৮০০ টাকা, চাষের রুই ৩০০-৪৫০ টাকা ও কাতল ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া তেলাপিয়া ১৮০-২২০ টাকা, চাষের পাঙাশ ২০০ টাকা, চাষের ট্যাংরা ৫৫০-৬০০ টাকা, এবং পাবদা ৩৫০-৪০০ টাকা ও শিং ৪০০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের তুলনায় কমতে শুরু করেছে ডিমের দামও। তবে তেল, চিনি, লবণের দামে তেমন হেরফের দেখা যায়নি।

গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি গরুর মাংস ৭৬০-৮০০ টাকা, খাসির মাংস ১ হাজার ২০০ টাকা ও ছাগলের মাংস ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ১৭৫ থেকে ১৮০ টাকা কেজিতে অপরিবর্তিত আছে ব্রয়লার মুরগির দাম। তবে কেজিতে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে লেয়ার, মিলছে ৩২০ থেকে ৩৩০ টাকায়।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে ইসরায়েল, ট্রাম্পের সতর্কবার্তা

পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে তেলআবিব। এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি মানচিত্রে...

এই বিভাগের অন্যান্য সংবাদ