জাতিসংঘের অন্তত ২০ জন কর্মীকে আটক করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। আল জাজিরার খবরে বলা হয়, সংস্থাটির কর্মীদের আটক করতে দেশটির রাজধানী সানার একটি স্থাপনায় অভিযান চালায় গোষ্ঠীটি। জাতিসংঘ বিষয়টি নিশ্চিত করে তাদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সানার হাদা জেলার জাতিসংঘ কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ইয়েমেনে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক কার্যালয়ের মুখপাত্র জিন আলম। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জন আন্তর্জাতিক কর্মী এবং ৫ জন ইয়েমেনি নাগরিক। এছাড়া আরও ১১ জন জাতিসংঘ কর্মীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে।
আলম বলেন, ‘এই পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আমরা হুতি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছি যেন দ্রুত আটক ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করা যায় এবং সানায় অবস্থিত আমাদের কার্যালয়টির পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়।’
অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া সাক্ষাৎকারে জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, হুতি বাহিনী ওই দপ্তর থেকে কম্পিউটার, ফোন এবং সার্ভারসহ সব ধরনের যোগাযোগ সরঞ্জাম জব্দ করেছে। নিরাপত্তাজনিত কারণে ওই কর্মকর্তা নাম প্রকাশ করতে চাননি।
আটক ব্যক্তিরা জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, যার মধ্যে রয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং মানবিক সমন্বয় সংস্থা (ওসিএইচএ)।
এ ঘটনা এমন সময় ঘটল যখন হুতি প্রশাসন সাম্প্রতিক মাসগুলোতে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর ওপর নজিরবিহীন চাপ বাড়িয়েছে। সানা, হুদাইদা ও সাদায় মানবিক সংস্থাগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ ও তদারকি জোরদার করেছে। জাতিসংঘ জানিয়েছে, এ পর্যন্ত হুতিরা ৫০ জনের বেশি জাতিসংঘ কর্মীকে আটক করেছে।
হুথি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে আটক অভিযানের কারণ জানায়নি। তবে বিশ্লেষকদের মতে, মানবিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক প্রভাব বিস্তার এখন হুথি গোষ্ঠীর কৌশলগত অংশ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়।