প্যালেস্টাইনিরা গাজায় এমন একটি রাতের অভিজ্ঞতা পেয়েছেন যা তারা গত দুই বছরে কখনো অনুভব করেননি – নেই ইসরায়েলি ড্রোন এবং বিস্ফোরণের শব্দ।
‘আজ রাতে নেই কোন ড্রোন, কোন বোমা বিস্ফোরণের শব্দ নেই। শুধু নীরবতা, এমন এক শব্দ যা এখানে খুবই বিরল, তাই রাতটি অদ্ভুত মনে হয়েছে। সেই সাথে নেই ধ্বংসপ্রাপ্ত রাস্তায় অ্যাম্বুলেন্সের দৌড়ঝাঁপ,’ আল জাজিরার সংবাদিক হিন্দ খৌদারি বলেন।
‘আজ ড্রোনগুলো থেমে গেছে এবং আর গুঞ্জন নেই। আমরা নিরাপদ; আমাদের সন্তানরাও নিরাপদ। আমরা আমাদের ছেলে-মেয়েদের সঙ্গে শান্তিতে একত্রিত হয়েছি, খুব ভালো লাগছে,’ কারিম খাদেরী নামের এক ব্যক্তি বলেন।
ইসরায়েলি বাহিনীর হামলার আতঙ্কে বারবার স্থানচ্যুত হওয়া পরিবারগুলো অবশেষে শান্তির একটি মুহূর্ত পাচ্ছে বলে জানান খাদেরী।
‘গত দুই বছরে আমরা যেসব কষ্ট এবং ঘটনা দেখেছি তা সত্ত্বেও, শান্তি চুক্তি নিয়ে আমি খুশি,’ আল জাজিরাকে বলেন আরেকজন ফিলিস্তিনি নারী।
সূত্র: আল জাজিরা।