spot_img

রেমিট্যান্স আয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা

অবশ্যই পরুন

দেশে প্রবাসী আয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, শুধু ৮ অক্টোবর তারিখেই ১১২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আর ১ থেকে ৮ অক্টোবর পর্যন্ত আট দিনে মোট ৮০৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের ৭৯০ মিলিয়ন ডলারের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ বেশি।

এ ছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে (জুলাই থেকে ৮ অক্টোবর পর্যন্ত) মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৮৩৯০ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের ৭৩৩২ মিলিয়ন ডলারের তুলনায় ১৪ দশমিক ৪ শতাংশ বেশি।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবাসী শ্রমিকরা আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণ বাড়ানো এবং ডিজিটাল রেমিট্যান্স ব্যবস্থার সম্প্রসারণ—এই প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সূত্র : বাসস

সর্বশেষ সংবাদ

৭ গোলের ম্যাচে হংকংয়ের কাছে শেষ মুহূর্তে বাংলাদেশের হার

শক্তিমত্তায় বেশ এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ মুহূর্তে হতাশার হার দেখেছে বাংলাদেশ। দীর্ঘ সময় ৩-১ গোলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ