spot_img

‘বিশেষজ্ঞদের পরামর্শে কমিশনকে আরও সমৃদ্ধ করতে চায় ইসি’

অবশ্যই পরুন

শুধু আলোচনার খাতিরে নয়, নির্বাচন বিশেষজ্ঞদের পরামর্শে কমিশনকে আরও সমৃদ্ধ করতে চায় ইসি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ৭৩ বছর বয়সে এসে চাওয়া-পাওয়ার আর কিছু নাই বলে উল্লেখ করে তিনি বলেন, দেশের জন্য কিছু করার এটাই শেষ সুযোগ।

মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপকালে এসব কথা বলেন তিনি। রাজনীতিবিদরা ঐকমত্য কমিশনের আলোচনায় থাকায় পরে তাদের আলোচনার কথা জানান সিইসি।

তিনি বলেন, ২১ লাখ ৩০ হাজারের মত মৃত ভোটারকে বাদ দেয়া হয়েছে, পাশাপাশি ৩৫ লাখ যোগ্য ভোটারকে তালিকাভুক্ত করা হয়েছে। মহিলা ও পুরুষদের ৩০ লাখ ভোটার পার্থক্য কমিয়ে আনার কথাও বলেন সিইসি।

অনেক নতুন উদ্যোগের মত নির্বাচন কমিশনকে নতুন চ্যালেঞ্জও মোকাবিলা করতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ

ঘর পরিচালনা করা সহজ নয়: অমিতাভ বচ্চন

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন শুধু রূপালি পর্দাতেই নয়, ব্যক্তিগত ব্লগ ‘মন কি বাত’-এর মাধ্যমেও নিয়মিত ভক্ত ও অনুরাগীদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ