spot_img

অধিনায়ক পরিবর্তন; রোহিত-কোহলি বিশ্বকাপে খেলবেন কিনা— এবার সেই প্রশ্নের সামনে ভারত

অবশ্যই পরুন

ভারতীয় কোচ গৌতম গম্ভীরের চাওয়াতেই অধিনায়কত্ব ছাড়তে হলো রোহিত শর্মাকে। ওয়ানডেতে দেশটির সবচেয়ে সফল অধিনায়ক কেন নেই ভবিষ্যত পরিকল্পনায়? জানালেন দলের প্রধান নির্বাচক অজিত আগারকার। আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলবেন কিনা রোহিত-কোহলি, এবার সেই প্রশ্নও যেন উঁকি দিচ্ছে ভারতের সামনে।

আসরজুড়ে অপরাজিত থেকেও ঘরের মাঠে তেইশের ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরা হয়নি রোহিত শর্মার। তবে ২০১৮ ও ২০২৩ এশিয়া কাপ, ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ আর সবশেষ ২০২৫এর চ্যাম্পিয়ন্স ট্রফি— ভারতকে কম দেননি ক্যাপ্টেন রোহিত। তবুও এবার ছাড়তে হলো অধিনায়কত্বের আসন।

পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, ৮৪ ম্যাচে ক্যারিবীয়দের নেতৃত্ব দিয়ে ৬৪ ম্যাচে জয় পেয়েছিলেন উইন্ডিজ কিংবদন্তি স্যার ক্লাইভ লয়েড। সাফল্যের হার ৭৬.২ শতাংশ। সাফল্যের বিচারে ওয়ানডেতে লয়েডের পরেই অবস্থান ভারতের রোহিত শর্মার। হিটম্যানের অধীনে ৫৬ ওয়ানডে খেলে ৪২ ম্যাচেই জিতেছে ভারত। আর বড় ইভেন্টে রোহিতের অধীনে ভারত জিতেছে ৮৮.৮ শতাংশ ম্যাচ। যা বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ। ওয়ানডেতে তাই ভারতের সবচেয়ে সফল অধিনায়ক রোহিতই। সেই রোহিতকে অধিনায়কত্ব থেকে সরানোর ব্যাখা দিলেন দলের ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার।

অজিত বলেন, তিনটি ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়ক রাখা কার্যত অসম্ভব। এটা দলের জন্য ভালো নয়। একই সঙ্গে এটা কোচের জন্যও সমস্যার কারণ হয়। রোহিতের সঙ্গে আমার কথা হয়েছে। এমন নয় যে না জানিয়েই নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হলো।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার ভাবনায় এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন রোহিত-কোহলি। আর সেই বিশ্বকাপকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজাচ্ছে ভারত।

অজিত আরও বলেন আমরা পরের বিশ্বকাপের কথা ভেবেছি। রোহিতকে সরানোর এটাও একটা কারণ। এখন ওয়ানডে বেশি খেলা হয় না। দুই বছর অনেক সময় মনে হতে পারে। কিন্তু আসলে তা নয়। বেশি ম্যাচ পাওয়া যাবে না। শুভমানকে তাই এখনই দায়িত্ব দেয়া হয়েছে। এতে করে সে দল গোছাতে পর্যাপ্ত সময়ও পাবে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর। রোহিত-কোহলি খেলবেনতো সেই আসরে? এমন প্রশ্নের উত্তর অজানা আগারকারের। তবে জানিয়েছেন, আপাতত ফিটনেস সংক্রান্ত কোনো সমস্যা নেই এই দুই তারকার।

সর্বশেষ সংবাদ

শীর্ষস্থানীয় ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

ডিআইজি ও এসপি পদমর্যাদার ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ