spot_img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পাফোসকের বিপক্ষে বড় জয় বায়ার্ন মিউনিখের

অবশ্যই পরুন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় তিলে নিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। সাইপ্রাসের ক্লাব পাফোসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা।

ম্যাচের ১৫ মিনিটে দলকে লিড এনে দেন কেইন। চার মিনিট পর জ্যাকসনের পাস পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন গেরেইরো। এরপর ৩১তম মিনিটে ওলিসের পাস থেকে ব্যবধান ৩-০ করেন জ্যাকসন। দুই মিনিট পরই চলতি চ্যাম্পিয়ন্স লিগে নিজের চতুর্থ গোল আদায় করে নেন কেইন।

প্রথমার্ধের শেষ মিনিটে পাফোসের হয়ে ব্যবধান কমান মিসল্যাভ ওরসিচ। বিরতির পর খুব একটা সুবিধা করতে পারেনি বায়ার্ন। কেবল ৬৮ মিনিটে একটি গোল আদায় করে নিতে সক্ষম হয় তারা। স্কোর শিটে নাম লেখান জোড়া অ্যাসিস্ট করা ওলিসে। বাকি সময়ে জালে আর কোনো বল না জড়ালে ৫-১ ব্যবধানের জয় পায় বায়ার্ন।

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা ঘোষণা করলো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

রোহিঙ্গাদের জন্য নতুন করে ৯৬ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ