spot_img

গাজায় যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকার প্রশংসা এরদোয়ানের

অবশ্যই পরুন

গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব ও উদ্যোগের প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সোমবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

এরদোয়ান বলেন, ‘গাজায় রক্তপাত বন্ধ এবং যুদ্ধবিরতি অর্জনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা ও নেতৃত্বকে আমি সাধুবাদ জানাই।’

তিনি আরও জানান, তুরস্ক কূটনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় সমর্থন অব্যাহত রাখবে এবং আঙ্কারা এমন এক ‘ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ যা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে।

এরদোয়ানের এই মন্তব্য আসে ওয়াশিংটনে ট্রাম্পের সংবাদ সম্মেলনের পর, যেখানে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার মূল দিকগুলো তুলে ধরেন। প্রস্তাবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং হামাসের নিরস্ত্রীকরণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

সর্বশেষ সংবাদ

উইন্ডিজদের বিপক্ষে বড় জয়ে সিরিজ বাংলাদেশের

মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৭ রানে ক্যারিবীয়দের আটকে দিয়ে ১৭৯ রানের বড় জয় পেল...

এই বিভাগের অন্যান্য সংবাদ