spot_img

‘সুমুদ ফ্লোটিলা’র সুরক্ষায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে কংগ্রেস সদস্যদের চিঠি

অবশ্যই পরুন

মার্কিন কংগ্রেসওম্যান রাশিদা তালিবসহ ১৮ জন কংগ্রেস সদস্য একটি চিঠিতে স্বাক্ষর করেছেন, যাতে ট্রাম্প প্রশাসনের প্রতি গাজাগামী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’র সুরক্ষায় নিরাপদ যাত্রা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। মূলত, দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এই চিঠি পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তালিব – যিনি ২০১৯ সালে প্রথমবার মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়ে ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম নারী হিসেবে ইতিহাস গড়েন – বলেন, এই নৌবহর গাজায় ইসরায়েল কর্তৃক দুর্ভিক্ষের মুখে পড়া ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিয়ে যাচ্ছে এবং এটিকে ‘সম্পূর্ণভাবে সুরক্ষিত’ রাখা আবশ্যক।

চিঠিতে আইনপ্রণেতারা উল্লেখ করেন, এই নৌবহর ইতোমধ্যেই অন্তত তিনবার হামলার শিকার হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো যৌথ চিঠিতে তারা লেখেন:

‘আইন স্পষ্ট: গ্লোবাল সুমুদ নৌবহর বা এর বেসামরিক কর্মীদের ওপর যেকোনো হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’

তারা আরও বলেন, “যুক্তরাষ্ট্রের দায়িত্ব তার নাগরিকদের বিদেশি হামলা থেকে রক্ষা করা। আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি, নৌবহরের ওপর শত্রুতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করুন এবং এর মানবিক মিশনের সফল সমাপ্তি নিশ্চিত করুন।’

সূত্র: আল জাজিরা।

সর্বশেষ সংবাদ

দাউদ ইব্রাহিম প্রসঙ্গে এবার কথা বললেন নোরা ফাতেহি

মুম্বাইয়ের এক রেভ পার্টিতে দাউদ ইব্রাহিমের ভাতিজার উপস্থিতিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। আর ঐ পার্টিতে   নিজের নাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ