গাজায় ইসরায়েলের ক্রমবর্ধমান ‘বিনাশকারী অভিযান’ থামাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞাকে যথেষ্ট সমর্থন না করার জন্য জার্মানিকে কড়া ভাষায় সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ।
হিউম্যান রাইটস ওয়াচ জানায়, গাজায় ব্যবহৃত হতে পারে এমন অস্ত্রের রফতানির লাইসেন্স স্থগিত করা ছাড়া ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে ‘দ্বিপাক্ষিক কূটনীতি যথেষ্ট’ — জার্মানির এই দাবি ব্যর্থ বলেই গণ্য করা উচিত।
‘জার্মানি দীর্ঘদিন ধরে নিজেকে আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের পক্ষে অবস্থানকারী দেশ হিসেবে তুলে ধরেছে — ইউক্রেন, সিরিয়া, আফগানিস্তান, মিয়ানমার ও অন্যান্য দেশে নৃশংস অপরাধের বিরুদ্ধে জবাবদিহির দাবিতে। কিন্তু এখন সেই সুনাম প্রশ্নের মুখে,’ বলেছে নিউইয়র্কভিত্তিক এই মানবাধিকার সংস্থা।
এখন হিউম্যান রাইটস ওয়াচের ভাষ্যে, জার্মানির সামনে রয়েছে এক ‘তীব্র ও স্পষ্ট’ সিদ্ধান্ত: ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশের সঙ্গে একত্রে ইসরায়েল ও ইসরায়েলি রাজনীতিবিদদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে হবে।’
সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, জার্মানি যদি ইসরায়েলকে উল্লেখযোগ্য সহায়তা দিয়ে যেতে থাকে, তাহলে গাজায় ইসরায়েলের নৃশংসতায় তারা ‘সহযোগী’ বলে বিবেচিত হতে পারে।
সূত্র: আল জাজিরা, হিউম্যান রাইটস ওয়াচ ওয়েবসাইট।