spot_img

এশিয়া কাপে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

অবশ্যই পরুন

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুবাইয়ে ম্যাচ শুরু বাংলাদেশ সময় আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায়।

চলতি আসরে একমাত্র অপরাজিত দল ভারত রয়েছে দারুণ ছন্দে। অন্যদিকে, টুর্নামেন্ট থেকে বাদ পড়া শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে দারুণ শুরু করেছে বাংলাদেশও। আজকের ম্যাচ তাই টাইগারদের জন্য এক ধরনের অগ্নিপরীক্ষা।

আজ ভারতকে হারালে ফাইনালে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে থাকবে লিটন দাসের দল। না হারালেও সুযোগ থাকবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচটি তখন হয়ে উঠবে অঘোষিত ‘সেমিফাইনাল’। সেই ম্যাচে যারা জিতবে, তারা ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

সাম্প্রতিক সময়ে দুই দল মুখোমুখি হলেই উত্তেজনার পারদ ওঠে তুঙ্গে। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছে ১৭বার। যার ১৬টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ‘মেন ইন ব্লু’রা। নিজেদের মাটিতে ভারত বাংলাদেশকে হারিয়েছে ৬ ম্যাচে। বাংলাদেশের একমাত্র জয়টি অবশ্য ভারতের মাটিতেই (দিল্লিতে)।

নিরপেক্ষ ভেন্যুতে ভারত বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়েছে ৭ ম্যাচে। অন্যদিকে, নিরপেক্ষ ভেন্যুতে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি টাইগাররা।

ক্ষুদ্র ফরম্যাটে দুদলের শেষ দেখা হয়েছিল ২০২৪ সালের ১২ অক্টোবর। ৩ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ১৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল ভারত। তবে এবার সব সমীকরণের বিপরীতে অঘটন ঘটাতে চায় টিম টাইগার্স।

সর্বশেষ সংবাদ

একই মঞ্চে বসলেন সিরিয়ার প্রেসিডেন্ট ও তাকে গ্রেপ্তারকারী মার্কিন জেনারেল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত একটি বৈশ্বিক ফোরামে চমকপ্রদ এক দৃশ্যের জন্ম হয়েছে। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও অবসরপ্রাপ্ত মার্কিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ