রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা ইস্যুতে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খানকে লাঞ্ছিতের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পোষ্য কোটা ভর্তির জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা সিন্ডিকেট সভায় স্থগিত করা হয়েছে। পরে চূড়ান্ত সিদ্ধান্ত এ বিষয়ে জানানো হবে। একই সঙ্গে রাকসু নির্বাচন যথাযথ সময়ে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
রোববার (২১ সেপ্টেম্বর) সিন্ডিকেট সভা শেষে রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
সভা শেষে তিনি জানান, উপ-উপাচার্যকে লাঞ্ছিত করায় বিচার বিভাগীয় ও অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিচার বিভাগীয় তদন্তের প্রস্তাব রেখে সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে। রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব পক্ষের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়।
এদিকে, সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পোষ্য কোটা বহালের দাবিতে অনড় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। আগামীকাল থেকে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউনসহ কঠোর কর্মসূচির ডাক দিয়েছেন তারা।
এর আগে, শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে সকাল থেকে ক্যাম্পাসে সিনেট ভবনের সামনে কর্মবিরতি পালন করেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার বিকেলে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে প্রো-ভিসির বাসভবনে তালা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
বাসভবনে ফিরতে না পেরে, জুবেরী ভবনের দিকে যান প্রো-ভিসি এবং প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। এ সময়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলে, হাতাহাতিতে জড়ায় দুই পক্ষ। পরে গতকাল রাতে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মুখে ‘পোষ্য কোটা’ ফের স্থগিতের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।